পরমাণু চিকিৎসাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ২০১৭ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার কর্তৃক ০৮(আট) টি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ০৮(আট) টি পরমাণু চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা শীর্ষক প্রকল্পের আওতায় ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), মহাখালী, প্রতিষ্ঠিত হয়। এই জনকল্যাণমুখী প্রকল্পের উদ্দেশ্য ছিল পরমাণু চিকিৎসা সেবা সহজীকরন ও ক্যান্সার মোকাবেলায় জনগণের পাশে দাঁড়ানো। অত্র প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে রোগ নির্ণয় এবং থেরাপিউটিক সেবা প্রদান করা হয়, যা রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করার পাশাপাশি জাতীয় স্বাস্থ্যসেবা পরিকাঠামোকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।
ইনমাস, মহাখালী একটি আধুনিক ছয় তলা বিশিষ্ট ভবন, যা দেশের স্বাস্থ্যসেবা পরিকাঠামোতে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এটি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত, যা বৃহৎ জনগোষ্ঠীকে সেবা প্রদানের জন্য উন্মুক্ত। এই ইনস্টিটিউটের অবস্থান অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্টানের সাথে সহযোগিতার সুযোগ তৈরি করেছে, যা সেবা ও গবেষনার পরিধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।
নিউক্লিয়ার মেডিসিন, যা রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য মানব শরীরের উপযোগী তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে, বিভিন্ন রোগের প্রাথমিক সনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসায় বিশেষ করে ক্যান্সার এবং থাইরয়েড সমস্যার ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা প্রদানে সক্ষম। এই উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা নির্ভুলভাবে রোগনির্ণয় করা এবং কার্যকর চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর।
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস)
খ -৬/৩৩, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ক্যাম্পাস
মহাখালী, ঢাকা-১২১২।